কাখিনা বিল টি আসলেই অনেক সুন্দর। এর মধ্যে মাছ ধরে জিবীকা নির্বাহ করে অনেক মানুষ। এই বিলে রয়েছে নানান রকম মাছ। এই বিলের পূর্ব দিকে রয়েছে আখাউড়া থেকে কসবা যাওয়ার ১টি রাস্তা। পশ্চিম দিকে রয়েছে রেল লাইন সংযোগ কসবা আখাউড়ার। উত্তর দিকে রয়েছে গঙ্গাসাগর থেকে ধরখার যাওয়ার রাস্তাটি। এই বিলটিতে ফোটে নানান রকম শাপলা ফুল। এই বিলটি আসলেই খুব সুন্দর ১টি বিল। বর্ষা কালে পানির থৈ থৈ দৃশ্য দেখতে ছোটে আসে নানান রকমের মানুষ। আসলেই মুগ্ধ হওয়ার মতই আমাদের এই কাখিনা বিল টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস